সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

টেকপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউনাইটেড এস.সি!

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মার্চ, ২০২৩

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

ক্রীড়া প্রতিবেদক
উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে টেকপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট। বুধবার (২২ মার্চ) বিকালে খুরুশকুল ব্রিজ সংলগ্ন টেকপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় বইল্যাপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড এস.সি ফুটবল টিম। প্রতি বছরের ন্যায় এবারও টেকপাড়া তরুণ ঐক্য পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জান্নু। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই এমন আয়োজন বেশি বেশি হওয়া উচিত।

টেকপাড়া তরুণ ঐক্য পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি আসিফুল করিমের সভাপতিত্বে, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তাফা অভি ও সাবেক ক্রীড়া সম্পাদক সাকিবুল ইসলাম সাকিবের পরিচালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান আব্দুর রহমান, ইরফানুল হোসেন চান্নু, ইমরানুল করিম, মোহাম্মদ আরফাত, ফয়সাল শিপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।