কোন আকাশে উড়াও ঘুড়ি
কার জমিনে থাকো?
ইসলামের পথে এসে সবাই
আল্লাহকে ডাকো।
নামাজ রোজা রাখলে সবে
আল্লাহ হবেন খুশি,
ইসলামের পথে এসে সবাই
কুরআন হাদিস পুষি।
ইসলাম হইলো শান্তির ধর্ম
এই পৃথিবীর তরে,
ইসলামের পথে চললে সবে
সুখে জীবন ভরে।
সুখের জীবন গঠন করতে
মনকে করো তাজা,
ইসলামের পথে চললে সবে
পরকালের রাজা।
নামাজ রোজা রাখো সবে
আল্লাহর পথে এসে,
তবে পরকালে সুখী হবে
থাকবে সবে হেসে।
পরকালে সুখ চাহিলে সবে
ইসলামের পথে আসো,
আল্লাহর পথে চলে সবাই
আখিরাতে হাসো।
কবি পরিচিতি
২০০০ সালের ১২ই জানুয়ারী বান্দরবান জেলার লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা পোয়াংবাড়ী গ্রামের এক ধার্মিক মুসলিম পরিবারে জন্মেছেন মুহাম্মদ এমরান। তার পিতার নাম মুহাম্মদ নুরুজ্জামান ও মাতার নাম সেতারা বেগম। তিনি পরিবারের প্রথম সন্তান।
তিনি ২০২০-২১ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন, বর্তমানে ডিগ্রীতে অধ্যায়নরত আছেন। পেশাগত জীবনে সাংবাদিক, শিক্ষক হিসেবে কাজ করছেন।
তিনি একাধারে সাংবাদিক কবি ও সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ হলেও কাব্য সাধনায় তিনি অগ্রগামী। তিনি এক আধ্যাত্মবাদী কবি।
তাই তাঁর কবিতা ও লেখালেখিতে পাওয়া যায় আধ্যাত্মিকতার ঝলক।