সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাংবাদিক কবি মুহাম্মদ এমরান রচিত ইসলামিক কবিতা ” উঠো মুসলিম ঈমানদারগণ”

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ মার্চ, ২০২৩

উঠো মুসলিম ঈমানদারগণ
উঠো সবে এইবার,
সেহেরি খেয়ে রোজা রাখলে
রোজ হাশরে হবে পার।

রোজার দিনে আমল করলে
জান্নাতের রাস্তা ফাঁকা,
ঈমানদারগণ রোজা রাখতে
কবিতার ছন্দে ডাকা।

উঠো মুসলিম ঈমানদারগণ
ঘুম ভাঙ্গিয়া উঠো,
সেহেরি খেয়ে রোজা রেখে
আল্লাহকে ডাকো।

সঠিক আমল করলে সবে
জান্নাত পাবে আগে,
কুরআন হাদিস মেনে চললে
ঈমান আমল জাগে।

ঈমান আমল সতেজ হইলে
কমবে পাপের বোঝা,
ঘুম ভাঙ্গিয়া উঠো মুসলিম
রাখো এইবার রোজা।

সেহেরি খেয়ে রোজা রাখলে
খুশি হবেন আল্লাহ,
রোজ হাশরে আমলনামায়
ভারি হবে পাল্লা।

রোজা রেখে নামাজ আদায়
মোনাজাতে চাওয়া,
ঘুম ভাঙ্গিয়া সেহেরি খেয়ে
জান্নাতের পথে যাওয়া।

কবি পরিচিতি

মুহাম্মদ এমরান ২০০০ সালের ১২ই জানুয়ারী বান্দরবান জেলার লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা পোয়াংবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ নুরুজ্জামান ও মাতা সেতারা বেগম। তিনি পরিবারের প্রথম সন্তান।

তিনি ২০২০-২১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং বর্তমানে ডিগ্রীতে অধ্যায়নরত আছেন। পেশাগত জীবনে সাংবাদিক এবং শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি একাধারে সাংবাদিক কবি ও সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ হলেও কাব্য সাধনায় তিনি অগ্রগামী। তিনি এক আধ্যাত্মবাদী কবি। তাই তাঁর কবিতা ও লেখালেখিতে পাওয়া যায় আধ্যাত্মিকতার ঝলক।