সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সুবর্ণচরে তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র উপহার দিলেন শাহনাজ মেম্বার।

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

আহসান হাবীব, স্টাফ রিপোর্টার

মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক সুবর্ণচরের দানবীর আকবর হোসেন শাহনাজ মেম্বার গরীব,অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

গরীবের ঈদ আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে নিজ অর্থায়নে তিনি আজ তার বাড়ীতে ৩ হাজার অসহায় পরিবারের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯ এপ্রিল (বুধবার) বেলা ১১ টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরবাটা ইউনিয়নের চরমজিদ ৮ নং ওয়ার্ডের মেম্বার বিশিষ্ট দানবীর আকবর হোসেন শাহনাজ প্রতি বছরের ন্যায় স্থানীয় অসহায় তিন হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন ।

এসময় আকবর হোসেন শাহনাজ মেম্বার বলেন, প্রতি বছরেরমত আমি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক ও নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামিলীগ সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেলসহ দলীয় নেতা কর্মীদের পরামর্শে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার পরিবারের মধ্যে ঈদের নতুন বস্ত্র বিতরণ করেছি।

ঈদ বস্ত্র হাতে পেয়ে অসহায় পরিবারের সদস্যরা জানান, আজকে তারা ঈদের নতুন বস্ত্র হাতে পেয়ে আনন্দে আত্মহারা। শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি পেয়ে অসহায় পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী, এমপি মহোদয় ও জেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ শাহনাজ মেম্বারকে ধন্যবাদ জানান ।

শাহনাজ মেম্বার আরো জানান, তিনি সব সময় গরীব-অসহায় মানুষের পাশে ছিলেন বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।

উল্লেখ্য,বিশিষ্ট দানবীর শাহনাজ মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় সার্বিক উন্নয়নে অকাতরে দান করে আসছেন । তার এসব দানকে সব সময় সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে আসছে বিভিন্ন মহল । আকবর হোসেন শাহনাজ মেম্বারের মত বড় মন নিয়ে আরো অনেকে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল।