সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

গোদাগাড়ী উপজেলাসহ দেশ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ জাহিদুল ইসলাম।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ-

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাসহ দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম।
রাজশাহী জেলা সহ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর আনন্দ নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার শেষ অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই হলো মুসলিম মানবজাতির হেদায়াত দান ও সকল গুনাহ থেকে মুক্তি পাবার একটি অন্যতম মাস।ঈদুল ফিতর হলো মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ভালবাসা শান্তিময় ঐক্যের বাধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত হলো।

সেই সাথে আমি অত্যন্ত আনন্দের সাথে গোদাগাড়ী বাসীসহ দেশের সর্বস্তরের মানুষ কে আমার প্রীতি ও ভালবাসার সম্মান দিয়ে,বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী জেলা সহ সকল দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি,ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এই ঈদে সকল বিচ্ছেদ, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এই ঈদের আনন্দ সুখ শান্তি ও মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা ও ভালবাসা সম্প্রীতি গড়ে তুলি। ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় প্রীতি ভালবাসা, সব অভিমান ভুলে গিয়ে সবার জীবনে বয়ে আনুক আনন্দময় ভালবাসার সুবার্তা,সবার জন্য ঈদ মোবারক, ঈদ মোবারক।