মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ায় বিএনপি নেতা জামাল হোসেনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য , সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জামাল হোসেন ও সাতকানিয়া উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল এর নিঃশর্ত মুক্তির দাবীতে সাতকানিয়া উপজেলা,পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট মহাসড়কে বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপির আহবায়ক শওকত আলী চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, সাতকানিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, এম এ রহিম, লোকমান মেম্বার,আব্দুর রহিম মেম্বার, এস এম নূরুল হক, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য নূরুল ইসলাম, ইউনুস মেম্বার, মোস্তাক আহমেদ, জামাল উদ্দীন, মোহাম্মদ মুরশেদ, কামাল উদ্দিন সিকদার, মিজানুর রহমান টিপু, আবু সৈয়দ মেম্বার, আবুল কালাম, দেলোয়ার হোসেন, আবু ফয়েজ, জিয়াউর রহমান, মাহবু সওদাগর, মোহম্মদ হোসেন, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দীন, নেজাম উদ্দীন, নাজিম উদ্দীন নাজু, কামাল উদ্দিন, জসিম উদ্দিন, নাছির উদ্দীন, আলমগীর, জিয়াউর রহমান, জাহাঙ্গীর, মোহাম্মদ সোহাগ, মনজুর আলম, সাতকানিয়া স্বেচ্ছাসেবকল নেতা আলী মিয়া, সোহেল, ইমাম হোসেন, সাকিল, সায়মুন খান হৃদয়, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, নাজিম উদ্দীন, সাতকানিয়া ছাত্রদল নেতা মোহাম্মদ ত্বোহা, জমির উদ্দীন, কামাল উদ্দিন,মিনহাজুল হক সিকদার, মোহাম্মদ সামী, ইমতিয়াজ, দেলোয়ার, রাকিব, গিয়াস প্রমূখ।

এতে সাতকানিয়া উপজেলা, পৌরসভা,উত্তর সাতকানিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাতকানিয়া পৌরসভা বিএনপির আহবায়ক শওকত আলী চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অন্যতম সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ জামাল হোসেন বর্তমান জালিম সরকারের মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।বর্তমান জালিম সরকার পতনের ভয়ে ভীত হয়ে রাজপথের লড়াকু সৈনিকদেরকে এইভাবে মিথ্যা মামলা ও হামলা করে নির্যাতন পূর্বক জেল হাজতে প্রেরণ করিতেছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সাতকানিয়া উপজেলা ও পৌরসভার শাখার পক্ষ থেকে হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে জামিনের মাধ্যমে মুক্তি দাবি করছি। এইভাবে সারা বাংলাদেশে জিয়ার সৈনিকদেরকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জনাব জামাল হোসেনসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

উক্ত মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, অনতিবিলম্বে জননেতা জামাল হোসেন সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে বলে জানান।