সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো`র জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেনীর ৪৬২জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ট্যাব বিতরণ করা হয়েছে।
২৭ এপ্রিল সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সি আইপি ।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং অর্জিত জ্ঞানকে দেশের কল্যাণে নিয়োগ করতে হবে বলে জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ট্যাব পেয়ে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দরা অনেক খুশি বলে মনোভাব ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।