মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ নেতা টমাস।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জ:
চলতি বছর সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টির আশঙ্কায় জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের জামিল মিয়া (ছদ্মনাম)। বিষয়টি জানতে পারেন জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুজ্জামান টমাস৷ তাৎক্ষণিকভাবে নিজ নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে সেই কৃষকের প্রায় তিন একর জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন৷

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুজ্জামান টমাসের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার হোসেন সাব্বির, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম সজীব, সহ-সভাপতি মোঃ সারোয়ার জাহান সহ আরও অনেকে৷

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা এখলাসুজ্জামান টমাস বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না ওঠা পর্যন্ত এই কর্মসূচি পালন করব৷ চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আলোকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌছে দেয়া হচ্ছে। পরবর্তীতে আবারও কোনো অসহায় কৃষকের খোঁজ মিললে কর্মসূচি অব্যাহত রাখব৷

এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করে উক্ত কৃষক জানান, শ্রমিকের যে মূল্য সে মূল্য দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছে না। এই বিপদ মুহুর্তে ছাত্রলীগ পাশে দাড়িয়েছে৷ শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা টমাসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিকে কৃষকের জন্য এমন তৎপরতায় স্থানীয়দের নিকট প্রশংসা ভাসছেন টমাস। আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী৷