সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে এপ্রিল শুক্রবার বিকাল ৩টার দিকে সাতকানিয়া আদালত চত্বরে দিবসটি উপলক্ষে আনন্দ র্যালিটি সাতকানিয়া আদালত চত্বর থেকে শুরু হয়ে সাতকানিয়া থানা ঘাট, জুমা মসজিদের মোড় ও মোটর স্টেশন হয়ে আদালত চত্বরে এসে হয়।এরপর আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুনীল বড়ুয়া। যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন চৌধুরী কচিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া সিনিয়র সহকারী আদালতের জজ ইব্রাহিম বিন খলিল, লোহাগাড়া আদালতের জজ মো. শরীফুল হক, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইনজীবীদের ক্লার্ক, লিগ্যাল এইডের সেবা গ্রহিতা ও আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।