মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়া থানায় বিএনপি নেতা চেয়ারম্যান মুজিবকে ১নং আসামি করে ১২জনের বিরুদ্ধে মামলা।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

সাতকানিয়া থানায় বিএনপি নেতা চেয়ারম্যান মুজিবকে ১নং আসামি করে ১২জনের বিরুদ্ধে মামলাঃ অজ্ঞাত ৫০/৬০জন।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবকে ১নং আসামি করে ১২জন নেতা কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০/৬০জন দেখিয়ে মামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২৭এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানী হাটের দক্ষিণে কেওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি ভাংচুর, ককটেল জাতীয় বোমা বিস্ফোরণ ও যানজট সৃষ্টির দায়ে পুলিশ বাদি হয়ে ২৮এপ্রিল শুক্রবার সকালে এ মামলা করেছে বলে জানা যায়।
মামলার এজাহারে অভিযুক্ত আসামিরা হচ্ছে (১)মুজিবুর রহমান,পিতা-মৃত আব্দুশ শুকুর,মাতা-মাছুমা খাতুন,গ্রাম-১নং ওয়ার্ড করইয়া নগর, সাতকানিয়া,(২)আনিছুর রহমান আনাছ,পিতা-পিতা-শফিউর রহমান, গ্রাম-দয়ার পাড়া,৪নং ওয়ার্ড মির্জাখীল, সোনাকানিয়া সাতকানিয়া,(৩)মোহাম্মদ ইসমাইল,পিতা-মৃত নুর ছোবহান,মাতা-মৃত মরজিনা বেগম, গ্রাম-মধ্যম মনেয়াবাদ(বুলবুলি বর বাড়ি),৮নং ওয়ার্ড,১৪নং পুরানগড় ইউনিয়ন, সাতকানিয়া, (৪)মুহাম্মদ নেজাম,পিতা-অজ্ঞাত,গ্রাম-সাতকানিয়া সদর, উপজেলা-সাতকানিয়া,(৫)নুরুল হক,পিতা-অজ্ঞাত,গ্রাম-কেঁওছিয়া,উপজেলা-সাতকানিয়া,(৬)গোলাম রসুল মোস্তাক, পিতা-অজ্ঞাত,গ্রাম-মির্জার্খীল,সোনাকানিয়া, সাতকানিয়া,(৭)আব্দুর রহিম, পিতা-অজ্ঞাত,গ্রাম-ঢেমশা,সাতকানিয়া, (৮)নাজিম উদ্দিন প্রকাশ পান নাজিম, পিতা-অজ্ঞাত, গ্রাম-এঁওছিয়া,সাতকানিয়া, (৯)আলী মিয়া,পিতা-অজ্ঞাত,গ্রাম-ছদাহা,সাতকানিয়া, (১০)মোহাম্মদ সোহেল, পিতা-অজ্ঞাত,গ্রাম-ছদাহা,সাতকানিয়া,(১১)কামাল উদ্দিন, পিতা-অজ্ঞাত,গ্রাম-ঢেমশা,সাতকানিয়া ও (১২)আবুল ফয়েজ,পিতা-অজ্ঞাত, গ্রাম-ঢেমশা, উপজেলা সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।এছাড়াও অজ্ঞাত ৫০/৬০জন আছে দেখিয়ে এজাহারে উল্লেখ করা হয়।
এব্যাপারে মামলার ১নং আসামি সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন,বিএনপি নেতা জামালের গ্রেফতার নিয়ে মিছিল হয়েছে। ঐ মিছিলে আমি ছিলামনা বলে জানান।
এব্যাপারে সাতকানিয়া থানার এস আই রাশেদুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি স্বীকার করেন।