সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

আইনজীবী হলেন উখিয়ার কৃতি সন্তান হাফেজ মামুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

প্রতিনিধি মোঃজাহাঙ্গীর আলম ঃ
চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন কক্সবাজারের সন্তান হাফেজ মামুনুর রশীদ৷

তিনি উখিয়া উপজেলার থাইংখালীর মেধাবী ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার লেকচারার হারুনুর রশীদের ছোট ভাই এবং হাফেজ হামিদ উল্লার ছেলে৷

সম্প্রতি ০৯.০৩.২০২৩ ইং তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। শুক্রবার বিকেলে বিষয়টি জানান হাফেজ মামুনুর রশীদ৷

জানাগেছে, হাফেজ মামুনুর রশীদ এর এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা ভীষণ খুশি।

এছাড়া বিভিন্ন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে তাঁকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

এডভোকেট মামুনুর রশীদ চট্টগ্রামের বোয়ালখালী রাজাবিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০১২ সালে এসএসসি সমমান দাখিল পাশ করে চট্টগ্রাম সিটি কলেজ থেকে এইচ এসসি শেষ করার পর আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০১৯ সালে সফলতার সাথে এল এল বি (অনার্স) ও ২০২১ সালে এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেন।

তিনি এলাকাবাসী ও সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।