চট্টগ্রাম প্রতিনিধি:-
সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গারাংগিয়া সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে এপ্রিল সকালে বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের সভাপতি ও চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এই স্কুলটি স্থাপন ও পাঠদানের অনুমতি পর্যন্ত পাইনি সকলের দোয়ায় শীঘ্রই ব্যবস্থার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুল আলীম, সাতকানিয়া উপজেলার যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক সেলিম উদ্দিন চৌধুরী, সোনাকানিয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আহমদ কবির ভেট্টা, সোনাকানিয়া ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনোয়ার হোছেইন চৌধুরী, ছাত্রলীগ নেতা শহীদ,মো হোছাইন, বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আতিকুর রহমান শিপন,চন্দ্রিমা বড়ুয়া,রিদুয়ান, এসময় বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, নিবুরানি বড়ুয়া, খুরশিদা বেগম, মৈত্রী বড়ুয়া,বিনা বড়ুয়া, মাওলানা ইউনুস,নেজাম উদ্দীনসহ অভিভাবক,শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।