জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু।
৩০ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দিনে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
এবার এসএসসি পরীক্ষায় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ শত ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন, মোস্তফা বেগম গালর্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৬৫ জনের মধ্যে ১৬ জন, চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ শত ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল। অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আইয়ুব ফান্ডেশন কেন্দ্রে ১ শত ২৫ জনের মধ্যে ১০ জন এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ২ শত ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন অনুপস্থিত ছিল। কোন পরীক্ষার্থীর বহিষ্কার হয়নি এবং শাস্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, লোহাগাড়া উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৫৪ জন। প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ৮৭।