মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবিবার সকালে জেলা কৃষকলীগের আয়োজনে নতুন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমির হোসেন আমু( এমপি ) ।
সম্মেলনে সভাপতিত্ব করেন এ্যাড. মোঃ আব্দুল মান্নান রসুল, সভাপতি, জেলা কৃষকলীগ, ঝালকাঠি।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা’কে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সম্মেলনের শেষভাগে সাংগঠিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এ্যাড. মোঃ আব্দুল মান্নান রসুল কে সভাপতি ও লিয়াকত আলী খান’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক জেলা কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।