সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

ঐতিহাসিক পহেলা মের পটভূমি– ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
শ্রমিক কে খাটানো হতো অমানবিক ভাবে। ১৪/১৬/১৮ ঘন্টা, মজুরি ছিলো খুবই কম, কয়লার খনি শ্রমিক হাড়ভাঙ্গা খাটুনির পর ১৫ দিন পর খনি থেকে বের হলে তাকে চিনতে কষ্ট হতো, শ্রমিকদের কর্মক্ষেত্রে ই খানাপিনা যা ছিলো আরো অমানবিক।

একদিন ১৮৮৬ সালের ১ লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘন্টা কাজে, মানবিক আচরন, উন্নত বেতনের দাবীতে রোডে নেমে পড়ে কাজ ছেড়ে শ্রমিক! পুলিশ গুলি চালায়। ১১ জন গুলিতে মৃত্যু, প্রহসনের বিচারে ৬ জনের ফাসি, ১ জনের ১৫ বছর কারাদণ্ড, একজন ফাঁসির আগের দিন জেলখানায় আত্মহত্যা করে। একজন ফাঁসির মঞ্চে যেতে যেতে বলেছিলেন, One-day our silence would make sound to whole world up to the sky!

যত নির্যাতনের হোতা, বিনা পয়সায় কালো নিগ্রোদের জাল পেতে পাখী ধরার মত ধরে দেশে এনে অমানবিক শ্রম আদায়ের মহান জাতি হচ্ছে মার্কিন, শ্রমিকরা সেই দেশেই বিদ্রোহ করতে বাধ্য হয়েছিলো। ১৮৯০ সালের সন্মলনে পাশ হয় সারাবিশ্বে এদিবস পালন হবে। ১৯১৭ সালে রুশ বলশেভিক বিপ্লবের সময় বিপুল সমারোহে মে দিবস পালিত হয়। মজার কথা আজও আমেরিকা কানাডা এ দিবস পালন করে না। তারাই বিশ্বে মানবতা গনতন্ত্রের কথা বলে।
আজ বিশ্বে ৮০ টা দেশে মে দিবস পালিত হয়। ভারতে প্রথম পালিত হয় ১৯২৩ সালের ১ লা মে।
নিজের জীবনের বাস্তবতা একটু বলি, “আমাদের সময় গ্রামে প্রতি বাড়ীতে ধান ভানতে কাঠের ঢেকি ছিলো, কলাই ভেঙে ডাল বের করতে পাথরের ‘যাতা’ ছিলো। তখন হয়তো আমি তৃতীয় চতুর্থ শ্রেনীর ছাত্র, আমি নিজ চোখে দেখেছি যারা ঢেকিতে চাল বের করে দিতো সারাদিন অক্লান্ত পরিশ্রমে, যাতায় ডাল, তারা সন্ধ্যায় চালের খুদ এবং ডালের খুদ (ভাঙা গুড়া চাল ডাল) পারিশ্রমিক নিয়ে খুশি থাকতো! আমেরিকার শিকাগো থেকে বাংলাদেশের গ্রামেও শ্রমিক নির্যাতন ছিলো বৈকি, ন্যায্য শ্রম দেয়া হতো না!

ক্যাপশনঃ
সেই গুলির দিন
শ্লোগান।