ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে জেলা শ্রমিক দলের সোমবার সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে সামনে ১লা মে জাতীয় শ্রমিক দিবসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক ভিপি বরিশাল বিভাগের বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ হোসেন , সদস্য সচিব এডঃ শাহাদাত হোসেন জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার সদস্য সচিব আনিসুর রহমান স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম লিটন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি প্রফেসর এজাজ হাসান সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তাগণ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন সরকারের কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমজীবী মানুষ অত্যন্ত মানবেতর অবস্থায় দিনযাপন করছে। তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।