মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

আক্কেলপুরে গণসংযোগ করেন-হুইপ স্বপন।

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:- নিরেন দাস

জয়পুরহাটের আক্কেলপুরে দিনমজুর রিক্সা-ভ্যান চালক,চায় পানের দোকানী ও সুধীজনসহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন,জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

রোববার (৭ মে) বিকাল পৌনে ৫ টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের বাজারস্ত এলাকায় গণসংযোগকালে সকল শ্রেনী পেশার মানুষের ভালো মন্দ খোজ খবর ও জনগণের সমস্যার কথা শোনেন হুইপ স্বপন। এছাড়াও জনগণের কিছু দাবী ও সমস্যা সমাধানের জন্য তাৎক্ষণিক সুপারিশ করে দেন এবং সকল ধরনের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

গণসংযোগ কালে হুইপ স্বপনের সাথে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবির এপ্লব,আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রানা চৌধুরী,পৌর যুবলীগের সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

গণসংযোগের আগে হুইপ স্বপন আক্কেলপুরের কৃতি সন্তান দেশবরেণ্য কবি আতাউর রহমানসহ দলীয় নেতাকর্মীদের পিতা মাতা ও দলীয় নেতাকর্মীদের কবর জেয়ারত করেন তিনি।