সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

ভারতের কোচবিহারে দেওয়ানগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রংপুর।

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ মে, ২০২৩

মোঃ হামিদুর রহমান লিমন, নিজেস্ব প্রতিনিধিঃ

কলকাতা ভারতকে ১-০ গোলে হারিয়ে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব রংপুর বাংলাদেশ ফাইনালে, খেলার ৫১ মিনিটে ১ মাত্র গোলটি করেন রেখা আক্তার ১৩ মে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব রংপুর বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবে সরলা একাডেমি দক্ষিন দিনাজপুর ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়ার বিপক্ষে।

ম্যাচ সেরা হয় রংপুর দলের রেখা আক্তার,
সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবের অধিনায়ক সুলতানা আক্তার বলেন, আমরা গোমটু ভুটানকে ৩-০ গোলে এবং আজকে কলকাতা ভারতকে ১-০ গোলে পরাজিত করে আমরা ফাইনালে উঠেছি। আমরা আশা করছি ১৩ মে ফাইনাল খেলা আছে লাল সবুজের বিজয় নিয়ে দেশে ফিরব।

সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবের খেলোয়ার ইন্মিমা খানম রিচি বলেন, আমরা আজকে ১-০ গোলে কলকাতা ভারতকে পরাজিত করে ফাইনালে উঠেছি। আমরা লাল সবুজের বিজয় নিয়েই দেশে ফিরব।

রেখা আক্তার বলেন সবাই ভাল খেলেছি তাই জয় লাভ করেছি, ফাইনালে দলের জন্য আরো ভাল খেলতে চাই।

সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবের সভাপতি ও ফুটবল কোচ মিলন মিয়া বলেন, আমাদের মেয়েরা যে ভাবে খেলছে তাতে আমাদের বিজয় নিশ্চিত। আমরা বিজয়ি হয়ে লাল সবুজের সন্মান নিয়েই দেশে ফিরব ইনশাহ্ আল্লাহ্।

সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবের কোচ শামিম খান মিচকিন বলেন, আমরা গোমটু ভুটানকে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছিলাম। আজকে কলকাতা ভারতে ১-০ গোলে পরাজিত করে বাংলার বাঘীনিরা ফাইনাল খেলার সুভাগ্য অর্জন করেছেন। আমরা আশা করছি আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব।