সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

“মা”কলমে: সুজন মন্ডল।

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ মে, ২০২৩

“মা”কলমে: সুজন মন্ডল।

দশ মাস দশ দিন রেখেছো তুমি মা জোঠরে,
প্রসব বেদনায় পেয়েছো তুমি কষ্ট
তবুও তুমি মা হওনি কভু একটুখানি অতিষ্ঠ।

তোমার দুগ্ধসম অমৃত সুধা পানে হয়েছি আমি তুষ্ট,
মাকে অবহেলা করে কভু কি কখনো
পৌঁছাতে পেরেছেন কেউ তার অভিষ্ট?

মা ডাকটি অতিব মধুর, প্রশান্তি জাগে মনে
সারাদিনের দুষ্টুমি শেষে ফিরে আসি যখন ঘরে
তুমি মা না থাকিলে নীড়ে,
খুব ই নিঃস্ব লাগে।

কত শত ভুল, অযাচিত আবদার
বিষিয়ে তুলেছি ক্ষনে ক্ষনে
ক্ষমা করো মা, আশির্বাদ করো মোরে
ভালো মানুষ হয়ে বেঁচে থাকার দৃঢ় বাসনা মোর মনে।।