সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

দুষ্টু চক্রে’র হাত থেকে পটিয়ার চক্রশালা মাতঙ্গনী স্কুলের সম্পত্তি রক্ষায় এলাকাবাসী’র মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা মাতঙ্গনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর, স্কুলের মাঠ ও সম্পত্তি একটি দুষ্ট চক্র হাত থেকে স্কুলের সম্পত্তি রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২২ মে) সকালের স্কুল প্রাঙ্গনে স্কুলের অভিভাবক ও স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯১২ সালের প্রতিষ্টিত পটিয়া চক্রশালা মাতঙ্গনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় একটি পুকুর ও মাঠসহ খালি জায়গা স্কুল দীর্ঘদিন ভোগ দখল আসছেন। এ স্কুলের জায়গা ও মাঠে প্রতিদিন স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা ও বিভিন্ন আচার অনুষ্ঠান মালা হয়ে থাকে। কিন্তু বেশ কিছু দিন একটি দুষ্ট চক্র স্কুলের পুকুরে জায়গা পাবে বলে দখলের চেষ্টার পায়তাঁরা করছে তা কোন ভাবেই কাম্য নয়। স্কুলের আশে পাশে বেশকিছু জায়গা সরকারি ভাবে খাস বলে চুড়ান্ত প্রচার আছে। এই স্কুলটি সরকার ও স্থানীয় জনগনের। প্রতিষ্ঠাতার লগ্ন থেকে এই স্কুলের হাজার হাজার শিক্ষার্থী বিদ্যা পাঠ শেষে দেশ-বিদেশের বিভিন্ন স্থানের কাজ করছে। এই স্কুলে দীর্ঘদিনের পুকুর, মাঠ ও সম্পত্তি একটি দুষ্ট চক্রে’র হাত থেকে রক্ষায় স্থানীয় সংসদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি হাজী জাকির হোসেন, স্কুলের প্রধান শিক্ষক সাগর চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ঋষি বিশ^াস, স্কুল পরিচালনা কমিটি’র সাবেক সভাপতি কাজী লোকমান আংকুর, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তসলিমা আকাতর ফারুকী, সৈয়দ মো: নজরুল ইসলাম, সিপ্রা দে, মামুন মিয়া, পেয়ারুল ইসলাম, মোরশেদ আলম, আবদুস ছবুর, বদিউল আলম, মনছফ আলী, জাফর আহমদ, মো: ফরিদ, আবদুল নবী, শাহেদ ফারুকী, শহিদুল ইসলাম ফারুকী, ছাবের আহমদ, রাশেদ ফারুকী, নাছিমা আকতার, শ্রাবন্তী মজুমদার, পুষ্পা বেগম, পিংকি মহাজন, পারভিন আকতার, শিরিন আকতার, রহিমা বেগম, বাপ্পী শীল, নাছরিন আকতার, ডলি দে, ছখিনা, সানজিদা বেগম, খুরশিদা আকতার, মুন্নী আক্তার প্রমুখ।