মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কলারোয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে বিএনপি’র জনসভায় প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (২৩ মে) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটিতে অসখ্য বঙ্গবন্ধুর লড়াকু সৈনিকদের উপস্থিতিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকিদাতাকে সর্বচ্চো বিচারের আওতায় আনার দাবী জানান। মিছিল শেষে কলারোয়া থানা সংলগ্ন রুপারী ব্যাংকের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আ.লীগনেতা লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, যুবলীগনেতা সঞ্জয় সাহা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু, যুবলীগনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা দেশ বিরোধী সন্ত্রাসী দল বিএনপিকে রাজনৈতিক ভাবে প্রতিহত করা ও জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে সর্বোচ্চ বিচারের দাবী জানান।