সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

আক্কেলপুরে ইনতেফা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

আক্কেলপুরে ইনতেফা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:

জয়পুুরহাটের আক্কেলপুরে ইনতেফা কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

‘মাদক ছেড়ে খেলতে চল, ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৩ টায় আক্কেলপুর সরকারি মজিবর রহমান ডিগ্রী কলেজ মাঠে আক্কেলপুর তুলসীগঙ্গা ফুটবল একাডেমীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এসএস হাবিবুল হাসানের সভাপতিত্বে,খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন,আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী,প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক,পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনায়েতুর রহমান আকন্দ স্বপন,মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বুলবুলিসহ আরো অনেককেই।

আক্কেলপুর তুলসীগঙ্গা ফুটবল একাডেমীর আয়োজনে ইনতেফা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় জেলার জয়পুুরহাট আরাফাত ফুটবল একাডেমী বনাম পাঁচবিবি ফুটবল একাডেমী দল অংশ গ্রহন করেন।

আক্কেলপুর তুলসীগঙ্গা ফুটবল একাডেমীর পরিচালক ও খেলার আয়োজক মো.জাকির হোসেন বলেন, বর্তমান যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাদের মাদক থেকে ফিরে আনতে ইনতেফার উদ্যোগে এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।

নিরেন দাস,জয়পুুরহাট
মোবাঃ- ০১৯১৭-২১১১১২