সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

লোহাগাড়ায় সরকারের খাস জায়গায় নির্মিত ১১টি ঘর ও ১টি খামার বাড়ি গুড়িয়ে দিয়েছে আদালত।

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

লোহাগাড়ায় সরকারের খাস জায়গায় নির্মিত ১১টি ঘর ও ১টি খামার বাড়ি গুড়িয়ে দিয়েছে আদালত।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রশিদের ঘোনার মৌলভী পাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। তন্মধ্যে রয়েছে ১১টি ঘর ও ১টি খামার বাড়ি। গত ৩০ নভেম্বর দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরীফ উল্যাহ এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান। অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুব আলম শাওন ভুঁইয়া, আধুনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী, লোহাগাড়া থানার এসআই সাইদুল আলম ও এএসআই শিপক চন্দ্র দাশসহ থানা পুলিশের একটি টীম। নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরীফ উল্যাহ জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নির্মিত অবৈধ স্থাপনাসমূহ গুড়িয়ে দেয়া হয়েছে এবং প্রায় ৩ একর সরকারের খাস জমি উদ্ধার হয়েছে। যার আনুমাণিক মূল্য ৬০ লক্ষ টাকা হবে বলে তিনি উল্লেখ করেন। একই সময় সরকারী খাস জায়গা অবৈধভাবে দখল করে যারা স্থাপনা নির্মাণ করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন। অন্যথায়, জনস্বার্থে তিনি আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ার করে দেন।