পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন ২০২৩ সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্য প্রচার উপ-কমিটিসহ বিভিন্ন উপ- কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের সম্মতিতে উক্ত উপ-কমিটিগুলাে অনুমােদন দেন জাতীয় যুব সংহতির আহবায়ক এইচ. এম শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ সারােয়ারকে আহবায়ক করে কেন্দ্র, মহানগর, বিভাগ ও সারাদেশের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজনকে সদস্য করা হয়। প্রচার উপ-কমিটির অন্যতম সদস্য করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না কে। এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতি ও জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবন্দ কেন্দ্রীয় কমিটিসহ সংশলিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি