আমি যুদ্ধ দেখিনি, কিন্তু দেখেছি দু’মূঠো ভাতের জন্য মানুষ কে লড়াই করতে। আমি যুদ্ধ দেখিনি, কিন্তু দেখেছি প্রসব বেদনায়,,,,,,,,,,,,,,,,, একজন মাকে ছটফট করতে! আমি যুদ্ধ দেখিনি, কিন্তু সন্তান কে মানুষ করতে,,,,, দেখেছি বাবা মায়ের নিদারুণ কষ্ট। আমি যুদ্ধ দেখিনি, কিন্তু দেখেছি সম্পদের জন্য ভাই হয়ে ভাইকে খুন করতে। আমি যুদ্ধ দেখিনি,,,,,,,,,,, দেখেছি ফসল ফলাতে,, একজন কৃষকের কঠোর পরিশ্রম। আমি যুদ্ধ দেখিনি, কিন্তু দেখেছি সন্তান হয়ে,,,,, বৃদ্ধ মা,বাবাকে রাস্তায় ফেলে যেতে!🥲 এ যে বড় কঠিন যুদ্ধ। এ যুদ্ধের কোন শেষ নেই।
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১৩ই রজব, ১৪৪৬ হিজরি