লোহাগাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর সকালে উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরীফ উল্যাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা খাদ্য কর্মকর্তা অসিত বরণ তালুকদার, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়ার ডিজিএম মুহাম্মদ শাহজাহান, উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজি লামিয়া শারমিন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানী, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ. ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দীন ও আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় নিজ উপজেলার কর্মস্থলে ফিরে এসেছেন। প্রত্যেক দপ্তরের কর্মকর্তাকে আন্তরিকতার সহিত অর্পিত দায়িত্ব পালন করার অনুরোধ জানান। বিশেষ করে ধীরগতিতে চলমান সড়ক উন্নয়নের কাজ দ্রুতগতিতে শেষ করতে ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন।