*******তবুও ভালোবাসি******** রোজী সিদ্দিকী মন চাইলে হয়না দেখা,,,,,,, তবুও ভালোবাসি। মন চাইলে ও হয় না কথা তবুও পাশে আছি। দিনের পর দিন কেটে যায়, নিস না তুই খোঁজ তবুও তোর সাথে আমার গভীর যোগাযোগ। সকাল কাটে তোকে ভেবে, বিকেল কাটে আকাশ দেখে রাত্রি কালে স্বপ্নে তুই দেখা দিস রোজ। কারণে আর অকারণে তোকে ভালো বাসি একটা তুই হলেই আমি অনেক বেশি খুশি। বিপদ আপদ আসলে কভু একটু পাশে থাকিস, ভালোবাসার চাদর দিয়ে আগলে আমায় রাখিস। তুই আমার কান্না হাসি,,,,,,,,,,,,,,,,,, তুই সুখের কারণ, তোকে ভালোবাসতে আমার নেই কোন বারন।
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি