পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া
পৌরসভা জাতীয় পার্টি সন্মেলন প্রস্তুতির ৫১ সদস্যা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে দক্ষিণ জেলা জাতীয় পার্টি। গত ৬ জুন দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক নুরুচ্ছফা সরকার,
জেলার সদস্য সচিব আবদুর সাক্তার রণির সুপারিশে এ কমিটি অনুমোদন দেন। এতে আহবায়ক আবদুর রহমান বাবুল সদস্য সচিব এটিএম শাহাদাত ইসলাম, যুগ্ম আহবায়ক হলেন যথাক্রমে বদিউল আলম হিরু, মো: সেলিম চৌধুরী, নুর মোহাম্মদ প্রবাসী, জসিম উদ্দিন (বাবর), শেখ জাহাঙ্গীর, নুরুল ইসলাম, বিকাশ মিএ, সদস্যরা হলেন নুরুল আমিন,মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ বেলাল,মো: আলমগীর, মো: বাবুল,মো: জাফর, মো: কামাল, মো: শফি সওদাগর,মো: মুমছুর,মো: আবুল হোসেম,সৈয়দুল আরেফিন (প্রান্ত) আহমদ ছগির, মো: আজাদ,আজাদুর রহমান, সিরাজ সও: সাহাব মিয়া, মো: আবু, শফিউল হক রানা,আবুল বশর, আবদুল হক সও:, তৌহিদুল ইসলাম, আবদুর রহিম, বালি মেম্বার, জালাল আহমদ, আলী আহমদ, জসিম উদ্দিন, মো: হোসেন,মঞ্জুর আলম,সোবহান ফকির, নুরুল ইসলাম, নুর মোহাম্মদ, মোরশেদ বাচা,ইউনুস মিয়া সওদাগর,মো: হেলাল,আবদুস সাক্তার, মোহাম্মদ সিদ্দীক,মো: পেয়ারু,মো: লোকমান, ওমর আলী, রঞ্জন ধর, মো: জাফর, দিদারুল আলম প্রমুখ।নতুন কমিটির নেতৃবৃন্দ দেশের সুশাসন নিশ্চিত করতে জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তি শালী করার আহবান জানান।
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি