সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীক এর মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাইয়ের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২জুন সোমবার মাগরিবের নামাজের পর
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্বের উদ্যোগে জেলা সহ সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুচ এর সভাপতিত্বে ও জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক রহমানির সঞ্চালনায় সাতকানিয়ার কেরানীহাটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা পূর্বের ছদর মাওলানা জাহিদুুল হক, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম জেলা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম আজিজি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্বের সভাপতি মুহাম্মদ জোনায়েদুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতকানিয়া পৌরসভার সভাপতি হাফেজ মাওলানা রিফাতুল ইসলামসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীল ও নেতা-কর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী সরকারের ভোট জালিয়াতিসহ হাত পাখা প্রার্থীর উপর হামলার তীব্র নিন্দা জানাই।
মিছিল কেরানি হাটের বায়তুর রহমত জামে মসজিদ থেকে শুরু হয়ে বান্দরবান রাস্তার মাথায় এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ করেন।