সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

মায়া—ফারজানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

মিছে মায়ার এই দুনিয়ায়
হইলা পাগল কার মিথ্যে মায়ায়
মায়ায় পড়ে কার আশায়
ভেবে জীবন করলা নষ্ট।

ভালোবেসে কেন তুমি শুধু
পেয়ে যাবে কষ্ট
মায়ায় পড়ে কার অপেক্ষায়
আজ ও তুমি পথ চেয়ে।

মায়ায় পড়ে শান্তি নাইরে
ব্যাথা ভরা জীবন
নিজের স্বার্থ খুঁজে সবাই
কেউ নাই রে আপন।

যাদের আমি আপন ভাবি
স্বার্থের জন্য আজ
তারা হলো পর।

জীবন নামের খেয়ার তরী
একাই বায়তে হবে
স্বার্থ আঘাত লাগলে
কেউ থাকবে না পাশে।