সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাটহাজারী ১৪ফুট লম্বা বার্মিজ পাইথন সাপ উদ্ধার!

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

হাটহাজারী ১৪ফুট লম্বা বার্মিজ পাইথন সাপ উদ্ধার!
সুমন পল্লব,
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের হাটহাজারীর বসত ঘর থেকর ১৪ফুট লম্বা ২০কেজি ওজনের বার্মিস পাইথন (অজগর) ও ৪ফুট লম্বা পদ্ম গোকরো সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

বুধবার (৩০নভেম্বর) বিকেলে ডাবলু এসআরটিবিডির সহযোগিতায় পৌরসভার সন্দিপ পাড়া নোয়ামিয়া সর্দারের বাড়ি ও পশ্চিম দেওয়ান নগর বিল থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ সাপগুলো উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও ডাবলুএসআরটিবিডি সহযোগিতা বুধবার বিকেলে সাপগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করার পর সাপটিকে একেই দিন সন্ধ্যায় হাটহাজারী বন বিটের আওতাধীন গভীর বনে ছেড়ে দেওয়া হয়।