মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভিকটরী ফুটবল একাডেমীর আয়োজনে “সতীহাট প্রিমিয়ার লীগ-২০২৩” সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
রবিবার বিকেলে উপজেলার সতীহাট কছির উদ্দীন ছৌধুরী তমিজ উদ্দিন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সবুজ স্মৃতি ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে দিগন্ত এন্টারপ্রাইজ ফুটবল একাদশ বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ী এবং পরাজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন ভিকটরী ফুটবল একাডেমীর প্রধান উপদেষ্টা, মেসার্স আফ্রিদী ড্রেস কালেকশনের প্রোপাইটর ও স্পনসরশীপ মোঃ সাইফুল ইসলাম, ভিকটরী ফুটবল একাডেমীর সভাপতি হামিদুল ইসলাম এবং বলিহার ডিগ্রী কলেজের প্রভাষক এমদাদুল হক প্রমূখ। এসময় একাডেমীর সহ- সভাপতি আরমান হেসেন, সাধারণ সম্পাদক নাইম ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ অত্র একাডেমীর সকল সদস্য এবং অন্যান্য স্পনসরশীপগণ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম।
অপরদিকে খেলায় ধারাভাষ্য প্রদান করেন আকরাম হোসেন এবং সাগির হোসেন মিলন।
উল্লেখ্য, গত ৪ মাস যাবৎ “সতীহাট প্রিমিয়ার লীগ-২০২৩” সিজন-১ এ সর্বমোট ৭ টি টিম অংশ নেয়।
০৩/০৭/২০২৩