সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

দিনাজপুরে পূজা উদযাপন পরিষদের গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ জুলাই, ২০২৩

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি,

৫ জুলাই বুধবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে শ্রী মদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি বাবু সুনীল কুমার চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তর কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট বাবু রনজিৎ কুমার সিংহ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং এবং বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ও রাজ দেবোত্তর এস্টেটের নির্র্বাহী সদস্য ডাঃ ডিসি রায়। স্বাগত বক্তব্য রাখেন গীতা প্রতিযোগিতার প্রধান বিচারক তুষার চন্দ্র রায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌর চন্দ্র শীল, রনজিৎ কুমার দাস, সঞ্জিত কুমার রায় ও মল্লিকা রানী দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শ্রী মদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা পরিচালনা পরিষদের আহবায়ক দুর্যয় দাস তিতুন ও সদস্য সচিব মিঠুন কুমার মজুমদার। বক্তারা বলেন, দুর্যোধন দুঃশাসনকে পরাজিত করে সর্বত্র শ্রী কৃষ্ণের বানী এবং আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে। সনাতন ধর্মের মূল চাবিকাঠি হলো গীতা। এই গীতা চর্র্চায় আমাদের সন্তানদের সম্পৃক্ত করতে পারলে সমাজ থেকে অন্যায় অত্যাচার, পাপ-অবক্ষয় বিলুপ্ত হবে। তাই আসুন আমরা গীতা চর্চা করি এবং গীতার বানীকে প্রতিষ্ঠিত করি। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পদাক প্রশান্ত কুমার রায়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন পৌর কমিটির সহ সাধারণ সম্পাদক প্রশান্ত রায় চৌধুরী জুন।