মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে খেজুরের রসের ঐতিহ্য ফেরাত ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন উষার আলো ফাউন্ডেশন, নড়াইল। সংগঠনটির উদ্যোগে দুই সহস্রাধিক খকজুর চারা ও বীজ রোপণ কর্মসূচির উদ্বাধন করা হয়েছে। শুক্রবার দুপুরে নড়াইল মাগুরা সড়কের এসপি বাংলো এলাকায় এ কর্মসূচির উদ্বোধন কবন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার পিতা বিশিষ্ট সমাজ সেবক গোলাম মুর্তজা সপন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জনাব তারেক আল মেহেদী, ক্রাইম অ্যান্ড অপস্, নড়াইল, ও যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতী রাণী বিশ্বাস।
এ সময় খেজুর চারা রোপণের পাশাপাশি রাস্তার দুপাশে সুন্দর্যবর্ধনের জন্য বকুল, কদম ও কৃষ্ণচুড়ার চারা রোপণ করা হয়। কর্মসূচি সম্পর্কে সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, আমাদের সচেতনতার অভাবে দিনদিন এদেশের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তেমনই খেজুর রসের ঐতিহ্য এখন হারানোর পথে। এখন সারি সারি খেজুর গাছ আর তেমন চোখে পড়েনা। তাইতা আমরা দুই সহস্রাধিক খেজুর চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছি।
গোলাম মুর্তজা স্বপন বলেন, গ্রিন ও ক্লিন নড়াইল গড়ার উদ্দেশ্য আমরা বৃক্ষরাপণের উদ্যোগ নিয়েছি। সামাজিক সংগঠন উষার আলো ফাউন্ডেশন তখন এ কাজে নেমেছে। আমরা তাদের সার্বিক সহায়তা করছি। বৃক্ষ রোপণের পাশাপাশি বৃক্ষ সংরক্ষণের জন্যও আমরা উদ্যোগ নিয়েছি।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক আল মেহেদ, ক্রাইম অ্যান্ড অপস্, নড়াইল বলেন, সুমিষ্ট খেজুর রস বৃহত্তর যশোর অঞ্চলের ঐতিহ্য। এ ঐতিহ্য ফেরাতে রাস্তার দুপাশে খেজুেরর চারা রোপণের উষার আলা উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।
এ উপস্থিত ছিলেন-প্রভাষক মোয়াজ্জেম হোসেন তরুণ সহাসবী মাঃ জাহিদুল ইসলাম, সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হুসাইন, অধ্যক্ষ রাকায়াতুল হক তমাল, উষার আলোর শিক্ষার্থী সংসদের সাংগঠনিক সম্পাদক মাঃ আল-আমিন, ফাউন্ডশনের ক্রীড়া সম্পাদক নাহিদ হাসান কার্যকরী সদস্য এসএম সালাউদ্দিন, মাহফুজ আহসান, রাকিবুল ইসলাম, আব্দুল কাদির, নাজমুল ইসলাম, মুনাওয়ার হোসাইন আসিফ, ইবাদত মায়া, জিহাদ, রাজু প্রমুখ।