জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের বিট পুলিশিং এর আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জুলাই) বিকেলে উপজেলার লাঙ্গলঝাড়া বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়। লাঙ্গলঝাড়া বিট পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান। প্রধান অতিথির বক্তব্যে সজীব খান বলেন-বিট পুলিশিং কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে হবে। আপনারা নিজ এলাকায় কোন দুস্কৃতিকারীদের দেখতে পেলে পুলিশকে খবর দিন। মাদক, ইভটিজিং সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ যথাযথ ভূমিকা রাখবেন। এলাকার নাশকতা, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পুলিশ জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। এসময় স্বাগত বক্তব্য দেন-কলারোয়া থানার অফিসার ইসচার্জ মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-মাস্টার ফজলুল হক, ডা: শহিদুল ইসলাম, ইউপি সদস্য শামিম হোসেন, শাহিন হোসেন, নুর হোসেন জুলু, মফিজুল ইসলাম, কামরুল ইসলাম, মইফুল, শাফি, মিজান, মহিফুল, নাজমা খাতুন, ডলি খাতুন, রতœা খাতুন, লাঙ্গলঝাড়া বিট পুলিশ অফিসার (এএসআই) মফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই নুর ইসলাম। উল্লেখ্য- আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিয়ে সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে এই স্রোগানকে সামনে রেখে কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ওই সমাবেশ অনুষ্ঠি হয়।
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি