সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

দেবহাটা উপজেলা অফিসার একাদশ ও কর্মচারী একাদশের প্রীতি ফুটবল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুলাই, ২০২৩

মোঃ রিয়াজুল ইসলাম (আলম) দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটা উপজেলা পরিষদের অফিসার একাদশ ও কর্মচারী একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ জুলাই, ২৩ ইং বিকাল সাড়ে ৪টায় দেবহাটা ফুটবল মাঠে উক্ত প্রীতি মনোমুগ্ধকর খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা পরিষদের কর্মকর্তাদের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এবং অপর পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন ইউএনও অফিসের অফিস সহকারী সাদেকুর রহমান। বিকাল সাড়ে ৪টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। খেলায় কর্মকর্তা একাদশের পক্ষে খেলা করেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অপর পক্ষে কর্মচারী একাদশের পক্ষে উপজেলার বিভিন্ন অফিসের বাছাইকৃত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এবং দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের দেয়া ২ গোলে কর্মকর্তা একাদশ ২-১ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন দেবহাটার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক রেফারি জিন্নাত আলী।