লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ও মঙ্গলবার এ দুইদিন ব্যাপি চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় শিশু পুরস্কার ২০২২ ও ২০২৩ এর ৩৩ টি ইভেন্টের প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞান, কুইজ, ক্রীড়া, চিত্রাংকন, সাতার, সংগীত, নৃত্য, হামদ-নাত, কেরাত, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয়, কুঠির শিল্প, মাটির কাজ ও বিজ্ঞানযন্ত্র উদ্ভাবন প্রতিযোগিতা।বিভিন্ন ভেন্যুতে পৃথক পৃথকভাবে নির্ধারিত পরিচালনা কমিটির মাধ্যমে প্রত্যেক ইভেন্টের প্রতিযোগিদের মধ্য থেকে মেধা ভিত্তিক তিনজনকে ঘোষণা করা হয়।
লোহাগাড়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর প্রাথমিক পর্যায় (ক গ্রুপ ১ম-৫ম) এবং মাধ্যমিক পর্যায় (খ গ্রুপ ৬ষ্ঠ-৮ম) ও (গ গ্রুপ ৯ম-১০ম) শ্রেণির বিভিন্ন ইভেন্টে ৬২ টি পুরস্কার পেয়ে উপজেলায় শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনে ১ম স্হান অধিকার করেছে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়,২২টি পুরস্কার পেয়ে দ্বিতীয় স্থান রয়েছে মোস্তফা বেগম গার্লস স্কুল, ১৭ টি পুরস্কার পেয়ে তৃতীয় স্থানে আছে গোলজার বেগম গার্লস স্কুল।
উল্লেখ্য-লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র সুদক্ষ নের্তৃত্বে
উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
বিজয়ী প্রতিযোগিদের পুরস্কারস্বরুপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে। উপজেলা পর্যায়ের প্রত্যেক ইভেন্টের প্রথম স্থান অধিকারীকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে।