বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাটহাজারী পৌরসভায় ডেঙ্গু রোধে নালা নর্দমায় ফগার মেশিন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

সুমন পল্লব
হাটহাজারী চট্টগ্রাম থেকে
চারদিকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর আতঙ্ক। ইতিমধ্যে হাটহাজারীতে ডেঙ্গুর উপস্থিতি ধরা পড়েছে। এর প্রকোপ তীব্র না হলেও তা রোধে ব্যবস্থা নিচ্ছে পৌরসভা ও উপজেলা প্রশাসন। ডেঙ্গু রোধে মশা মারতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নালা নর্দমায় ফগার মেশিন ও স্প্রে মেশিন দিয়ে ছিটানো হচ্ছে ওষুধ। বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী উপজেলার আবাসিক, কার্যালয়, প্রাথমিক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান এ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। পৌরসভার পাশাপাশি উপজেলার ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম চলবে কিনা প্রশ্নে তিনি বলেন, কোভিট-১৯ চলাকালীন সময়ে প্রত্যেক ইউনিয়নে ফগার মেশিনসহ যাবতীয় সরঞ্জাম দেয়া হয়েছিল। সচেতনতা বৃদ্ধি ও মশা নিধনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া সেসব সরঞ্জাম ব্যবহার করার উপর ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়ন পরিষদকে লিখিতভাবে জানানো হচ্ছে। ডেঙ্গু রোধে সবাইকে সচেতন হতে হবে উল্লেখ করে বাসার ছাদে আঙিনায় জমানো পানি ফেলে দিতে হবে। ফুলের টব, প্লাস্টিকের বালতি, পাত্র, ডাবের খোসা, নারকেলের মালা, টায়ার ইত্যাদিতে পানি কোনভাবেই জমতে দেয়া যাবেনা। এসময় সমাজ সেবা অফিসার মুজাহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, লাইনম্যান মনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।