নিজস্ব প্রতিবেদক:- নিরেন দাস
র্যাবের অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় এলাকা হতে ৫১ বোতল ফেন্সিডিলসহ নাদীম নিরব (২৫) নামে ১ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,পাঁচবিবি উপজেলার চেংগ্রাম এলাকার তরিকুল ইসলামের ছেলে নাদীম নিরব।
রবিবার(১৬ জুলাই) সকালে আটককের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নাদীম নিরব’কে হাতেনাতে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ভারতীয় মাদক ফেন্সিডিল ভারত থেকে অবৈধভাবে এনে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরবর্তীতে ধৃত আটককৃত মাদক ব্যবসায়ী নাদীম নিরবের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।