লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার,আসন্ন সম্মেলনে জনপ্রিয়, সর্বজন শ্রদ্ধেয় জনদরদী, জননেতা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর, শত শত উন্নয়নের বলিষ্ঠ ভূমিকা রাখা নেতা,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার, সফল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, বাবু দেবদাস রায় বাবুল কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রার্থী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সম্পূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠির একটি ধর্মীয়, সমাজকল্যাণমূলক, অরাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। হিন্দু ধর্মাবলন্বী সকল বর্ণের মানুষকে সংগঠিত করে পূজা-পার্বণ ও ধর্মীয় উৎসবাদি সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কৃতির বিকাশ সাধন, ধর্ম প্রচার, ধর্মীয় পুস্তকাদি প্রকাশ, ধর্মীয় শিক্ষাদান, ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে পালন, বর্ণ বৈষম্যের অবসান করে একই সমাজ গড়ে তোলা, যৌতুক প্রথার অবসান, অসবর্ণ বিবাহে উৎসাহ ও সাহায্য প্রদান, অস্বচ্ছল পরিবারের সদস্যকে বিবাহে সহযোগিতা, শিক্ষা ও চিকিৎসায় সহযোগিতা প্রদান, হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখতে সাহায্য করা, মানবাধিকার, সাংবিধানিক সম-অধিকার ও মুক্তিযু্দ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ এবং সমাজ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
দেবদাস রায় বাবুল দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠির জন্য অনেক অবদান রেখে যাচ্ছেন।
লালমনিরহাট জেলা জুড়ে আলোচনায় উঠে আসছে দেবদাস রায় বাবুল এর জনপ্রিয়তা।তিনি সভাপতি হচ্ছেন এটা এক প্রকার নিশ্চিত বলে একাধিক বিশস্ত সূত্র নিশ্চিত করেছে।
সভাপতি প্রার্থী বাবু দেবদাস রায় বাবুল বলেন, আসুন মন্দির রক্ষা করি পূজা পার্বণ এর পবিত্রতা রক্ষা করি, মা বোনেরা নির্বিঘ্নতায় পূজা করবে এ দিকে সচেতনতা অবলম্বন করি,আসুন সকল মানুষের পাশে দাঁড়াই,মানব কল্যানে কাজ করি,দেশের উন্নয়নের ধারা অবহ্যাত রাখতে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আসুন সকলে মিলে বলি ধর্ম যার যার উৎসব সবার।