ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জ:
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ১৮ জুলাই ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ১০:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন ৬নং রানীহাটি ইউনিয়নের উপরধুমি হায়াতপুর গ্রামস্থ বিশ্বাসদের আম বাগানের মাঝখানে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর- ১টি, স্টিলের হাতলযুক্ত ১টি ফোল্ডিং চাকু, কাগজে মোড়ানো গাঁজা ৩ পুরিয়া ওজন ৪ গ্রাম, গাঁজা সেবনের কলকি- ১ টি, গ্যাস লাইটার -১টি সহ ৪ জন আসামী মোঃ ওয়াদুদ (২৪),পিতা- মৃত একরামুল হক,মাতা-মৃত রেবিনা বেগম,সাং-পূর্ব চুনাখালি, মোঃ জাহিদ হাসান (১৯),পিতা-মোঃ জিয়াউর রহমান,মাতা-মোছাঃ রুজিনা বেগম,সাং-চকবহরম, মোঃ বুলবুল আহম্মেদ (২১) ,পিতা-মোঃ তরিকুল ইসলাম,মাতা-মোছাঃ বুনন আরা বেগম, মোঃ আবু তালেব (১৯),পিতা- মোঃ আবু তাহের, মাতা- মৃত সাবিনা ইয়াসমিন, উভয় সাং-উপরধুমি হায়াতপুর,সর্বথানা-চাঁপাইনবাবগঞ্জ সদর,জেলা- চাঁপাইনবাবগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়।
এ সমস্ত ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।