মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠিতে বাসার স্মৃতি বাস দুর্ঘটনায় ঝালকাঠি সদর থানার পুলিশের পক্ষ থেকে তিনজনকে আসামি ২৩শে জুলাই রবিবার রাতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় পুলিশের পক্ষ থেকে এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪।
মামলার আসামিরা হলেন, বাসচালক মোহন খান, সুপারভাইজার ফয়সাল ওরফে মিজান, চালকের সহকারী আকাশ ওরফে বুলেট।
দুর্ঘটনার পর থেকে আসামীরা সবাই পলাতক রয়েছেন।
পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য ঝালকাঠি ছাত্রকান্দা এলাকায় গত শনিবার ২২ জুলাই যাত্রীবাহী বাসার স্মৃতি বাস ড্রাইভারের অবহেলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।রাস্তার পাশে পুকুরে ডুবে যায় সেই ঘটনায় ১৭ জন নিহত হয়। এবং ৩৫ জন আহত হয়।
ঝালকাঠির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ‘বাশার স্মৃতি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৪৯) ২০২৫ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত রুট পারমিট রয়েছে। ২০২৪ সালের ৯ মে পর্যন্ত ট্যাক্স টোকেন পরিশোধ করা হয়েছে। ২০১১ সালে তৈরি করা বাসটির ফিটনেস আছে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি বিআরটিএ পরিদর্শক অনিমেষ মণ্ডল।
উদ্ধার হওয়া বাসটি বর্তমানে ঝালকাঠি পাম্পের মোড়ে রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। তারা গতকাল রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কমিটির প্রধান মো. মামুন শিবলী বলেন, শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
রবিবার সন্ধ্যায় ঝালকাঠি নলছিটি দুই আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন( আমূ) দুর্ঘটনায় স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন।