সীতাকুণ্ড প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ। সোমবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ২০২৩ এ সীতাকুণ্ড ডিগ্রী কলেজ আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ কে ১-০ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, এবিএম ফজলে করিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম মহানগর আঃলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসা, সহকারী অধ্যাপক শাহরিয়ার, সাবেক অধ্যক্ষ মোঃ আফাজ উদ্দীনসহ প্রমুখ।