মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়ায় রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রি করার নিউজ প্রচার করাই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।
তথ্য সুত্রে জানা যায় গত ২৬/০৭/২০২৩ ইংঃ তারিখে লোহাগড়ার ওমর কসাই ইতনা চৌরাস্তার মোড়ে একটি অসুস্থ গরু জবাই করে, যা আমিন টেলিভিশনে সম্প্রচার করা হয় এবং সেই নিউজটি লোহাগড়ার সাংবাদিক মনিরুল তার ফেসবুক আইডিতে শেয়ার করলে কসাই তার লোক জনবল নিয়ে সাংবাদিককে প্রাননাশের হুমকি দেয় তৎক্ষনাত লোহাগাড়া থানার ইনচার্যকে জানানো হলে ওমর কসাইকে ডেকে সতর্ক করা হয়। কিন্ত ২৭/০৭/২০২৩ তারিখে ওমর কসাই আরো চড়াও হয়ে পুলিশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কসাই ও তার সঙ্গীয় জামাল কসাই, রিয়াজুল, নাগোর, মুক্তা ও রবিউল সহ অজ্ঞাত বেশ কয়েকজন উদয়ন স্কুলের পুর্ব পাশে পুর্ব পরিকল্পিত ভাবে সাংবাদিক মনিরুলের উপর সন্ত্রাসী মুলক হামলা চালায়।
এ বিষয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম(সাংবাদিক) জানান আমি ওমর কসাইয়ের প্রতারনার নিউজটি শেয়ার করাই সে আমার উপর তার সন্ত্রাসী বাহীনি দ্বারা হামলা চালায়, আমি থানায় মামলা করেছি।
এ বিষয়ে অভিযুক্ত ওমর কসাইয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
সাংবাদিক এর উপর এমন ন্যক্কারজনক হামলায় নড়াইলের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।তাদের দাবি সন্ত্রাসী কসাই এর দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক!
এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি জানান মামলার এজহার থানায় জমা আছে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।