মাগুরা জেলা প্রতিনিধি,মোঃসাকিব খান
মাগুরার শ্রীপুরে রাতের আধারে অসহায় এক পরিবারের উপার্জনের একমাত্র সম্বল দোকানঘর লুটে নিয়েছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুপুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী টিপু সুলতান বাদী হয়ে মাগুরা বিজ্ঞ দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করে।
মামলার বিবরণ ও এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ভূমিহীন হওয়ায় গত ২৩ জুলাই টিপু সুলতান মাগুরা পানি উন্নয়ন বোর্ডের ১১৪৮ দাগের ১৬ শতাংশ জমি বন্দোবস্ত নেওয়ার আবেদন করে। আবেদনের পরিপেক্ষিতে মৌখিত প্রাথমিক অনুমোদন দেন৷ সেখানে টিনের একটি দোকানঘরে মুদি ও চায়ের দোকান শুরু করে। গত ৩ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কুপুড়িয়া গ্রামের সমশের আলী, সুজন কুমার, কৌশিক কুমার, অসিত কুমার, প্রলয় ও পরিতোষ মণ্ডল দোকানঘর ভাংচুর ও লুটপাট করে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, টিপু সুলতানের পরিবারের ৭ সদস্যের উপার্জনের একমাত্র অবলম্বন ওই দোকানঘরটি। গত ৩ আগষ্ট বৃহস্পতিবার দোকানঘরটি পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে দোকানঘর সরিয়ে পাঁকা রাস্তার পাশে ফেলে রাখা হয়। এ সময় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অসহায় টিপু সুলতানের ঘরে অসুস্থ মা, পঙ্গু বাবা ও ৩ টি শিশু সন্তান রয়েছে। সবাইকে দোকান ঘরের ধ্বংস স্তুপের পাশে দাড়িয়ে আর্তনাদ করতে দেখা গেছে। দোকান বন্ধ থাকায় অনাহারে দিন কাটছে অসহায় ওই পরিবারটির। অন্যের বাড়ি থেকে চেয়ে এনে পঙ্গু বাবা ও বাচ্চাগুলোর মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছে। টিপু সুলতানের এমন অসহায়ত্বে এলাকার অনেকেই অনেকেই তার পাশে এসে দাড়িয়ে এবং সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। অসহায় এ পরিবারটি সঠিক বিচার পাই এমনটিই দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী টিপু সুলতান বলেন, জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের। আর তাদের মানলা চলছে ১১৪৮ দাগ নিয়ে। আমি ১১৪৭ নং দাগে একটি দোকানঘর করেছিলাম। তারা আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
অভিযুক্ত কৌশিক কুমার বলেন, ওই জায়গা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের মামলা চলছে। টিপু সুলতান সেখানে জোরপূর্বক দোকানঘর করে। আমরা সেখান থেকে দোকানঘরটি সরিয়ে দিয়েছি৷ ভাংচুর ও লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
মাগুরা উন্নয়ন বোর্ডের উপসহকারী তৌফিকুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে ১১৪৭ দাগে মামলা চলছে। কিন্তু ১১৪৮ দাগ নিয়ে কোন মামলা নেই। জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের। আর ওই জায়গাটি বন্দোবস্ত চেয়েছে টিপু নামের ওই ব্যক্তি।
মাগুরা জেলা প্রতিনিধি
মোঃ সাকিব খান
০১৭৫১০৫৩০৮১