পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের
পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড লিবারেল ডেমোক্রিটিক পার্টি (এলডিপি’র) কর্মী সন্মেলন গতকাল ১১ আগষ্ট শুক্রবার সন্ধায় এলডিপি%র নেতা আবদুল করিমের সভাপতিত্বে, অনিল দে পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি’র আহবায়ক ইন্জিনিয়ার আবদুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব মজিবুর রহমান (টুইস) বক্তব্য রাখেন সদস্য মো: শাহ আলম, জসিম সও:, খোরশেদ আলম, মো: টিপু, পৌর গনতান্ত্রিক শ্রমিক দল সাধারণ সম্পাদক মো: বেলাল, মুজিব, দেলোয়ার, মনসুর আলম,সাইফুল ইসলাম প্রমুখ। সভার শেষে আবদুল করিম সভাপতি, অনিল দে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পটিয়া পৌরসভা এলডিপি ৪ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র সভাপতি কর্নেল অবঃ অলি আহমদ বীর বিক্রম এর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।