বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

*******মা******রোজী সিদ্দিকী

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

*******মা******রোজী সিদ্দিকী
মা,কি মায়াময় একটা শব্দ
মা ডাকলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়।
মা তুমি এমন কেন বলতো?
তোমার মুখে কি কষ্টের রেখা থাকতে নেই?
তোমার কোলে কেন এতো সুখ,
বলতে পারো মা আমায়,,,,?
দূরে কোথাও গেলে কেন মা
মন টা আমার পোড়ায়?
মা তোমার কি শুধু দেবার জন্যই জন্ম?
সন্তান কে মানুষ করতে,
কেন কর মা এত পরিশ্রম?
নিজে না খেয়ে তুমি, সন্তান কে খাওয়াও,
অসুখ বিসুখ হলে পরে ছাঁয়া হয়ে বাঁচাও;
বৃদ্ধ বয়সে ও দেখি মা তোমায়,,
নিজের জন্য না ভেবে আমাদের জন্য ভাবো,,,,,
সারারাত জেগে থেকে আল্লাহ কে দু-হাত তুলে ডাকো।
ছাঁয়া হয়ে আছ মা তুমি সকাল, দুপুর, সাঝে,
তাইতো মা শক্তি পাই আমার সকল কাজে।
যে কারিগর বানালো মা কে এমন যাদু দিয়ে,
লক্ষ,কোটি সালাম জানাই তার নামেরই উপরে।
সবার সেরা মাগো তুমি, আমার আপনজন,
আমায় মা আগলে রেখো,সারাটা জীবন।