আবদুল মামুনঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, দক্ষিণ এশিয়ার লৌহ মানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারবর্গের প্রতি সম্মান রেখে বঙ্গবন্ধুর ৪৮তম জাতীয় শোক দিবস পালন করে সৌদি আরবের রিয়াদে বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর চট্টগ্রাম। সংগঠনটির সভাপতি মুহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সোহেল এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা এম এ জলিল রাজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউসুফ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দার, রিয়াদ আওয়ামী যুবলীগের সভাপতি কামাল পাটোয়ারী, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, আক্তার হোসেন, গোলাম কিবরিয়া চৌধুরী, আব্দুল আজীজ লিটন, আব্দুল আজীজ তালুকদার, আব্দুস সাত্তারসহ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, আলোচনা সভা সর্বোপরী জাতির পিতা ও তাঁর পরিবারসহ, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং সকল গনতান্ত্রিক ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।