বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

নানা আয়োজনে লোহাগাড়ায় যুবলীগ নেতা পিন্সুর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ আগস্ট, ২০২৩

লোহাগাড়া (চট্টগ্রাম )প্রতিনিধি

নানা কর্মসূচিতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সুর উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

রবিবার (২০ আগষ্ট) বিকালে লোহাগাড়া সদর ইউনিয়নের টেন্ডাল পাড়ার জামে মসজিদে শোক দিবস পালিত হয়েছে এই তথ‍্য জানান উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু।

সাবেক লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও ত‍্যাগি উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু বলেন,দিবসের কর্মসূচি অনুযায়ী মসজিদে আছরের নামাজের পর আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে
বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে দুস্থ ও অসহায় এতিমখানর শতাধিক শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বলে এই তথ‍্য জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমিনুল হক মামুন,নজরুল ইসলাম লিটন, মেজবাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান প্রমুখ।