বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

আবদুল মামুনঃ

২১ আগস্ট ২০০৪ সালে বর্বরোচিত গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১আগস্ট) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম শাহ আমানত শাহ (রঃ) এর মাজার সংলগ্ন এতিমখানায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, বিএনপি-জামায়েত জোট সরকারের প্রত্যক্ষ মদদে ২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গীবাদ বিরোধী সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার মাধ্যমে আইভী রহমানসহ অসংখ্য নেতাকর্মী নিহত এবং আহত হয়েছে। মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভা ও কর্মসূচীসমূহে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, মোঃ শহীদুল আলম, মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ এরশাদ হোসেন, মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক-মোঃ আবুল বশর, এ্যাডভোকেট মোঃ ফোরকান, অর্থ সম্পাদক ইনঞ্জিনিয়ার মোঃ শাহজাহান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওসমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আবু ছৈয়দসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ ও এর আওতাধীন বিভিন্ন উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ।